

“শিক্ষকের কন্ঠস্বর-শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০৫ অক্টোবর) জেলা প্রশাসন ও বান্দরবান জেলা শিক্ষা অফিস উপলক্ষ্যে এই বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিবসের শুরুতেই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়।র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস ঘিরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক (বাংলা) বিপন চাকমা।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম মুনজুরুল হক,অতিরিক্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থোয়াইহলা চৌধুরী,সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।