সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে সরকারি খাস জমিতে তামাক চাষ নিষিদ্ধ করা হয়েছে।আইন অমান্য করে কোন কৃষক এবছর নদীর তীর কিংবা সরকারি যে কোন খাস জমিতে তামাক চাষ করলে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করার সিন্ধান্ত নেয়া হয়েছে।এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ্যাসিম্বিলির সময় মাদক ও ধুমপান বিরোধী শপথ বাক্য করার উপর গুরুত্বারোপ করা হয়েছে।ধুমপায়ী সরকারি কর্মকর্তাদের সম্পর্কে একটি জরিপ কাজ শুরু করা হবে এবং তাদের মোবাইল কোর্টের আওতায় আনার সিন্ধান্ত নেয়া হয়েছে।আজ (বৃহস্পতিবার) বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় জেলা তামাক ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ সংক্রস্ত ট্রাস্কফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃআসলাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিন্ধান্ত নেয়া হয়।জেলা প্রশাসক বলেন,প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ধুমপান থেকে বিরত থাকতে হবে।কোন অফিসে কতজন কর্মকর্তা ধুমপায়ী তার একটি জরিপ করা হবে।কর্মকর্তাদের ধুমপান বর্জনের অনুরোধ জানিয়ে চিঠির মাধ্যমে তাদের সতর্ক করা হবে।এতে অধীনস্ত কর্মচারীগণ অবশ্যই ধুমপানে নিরুৎসাহিত হবেন।জেলা প্রশাসক বলেন,প্রতিষ্ঠান প্রধানগণ বেশি ধুমপায়ী হলে তাদের মোবাইল কোর্টের আওতায় এনে শাস্তি দেয়া হবে।তিনি বলেন,যে সকল সরকারি প্রতিষ্ঠান সবার আগে ধুমপানমুক্ত অফিস হিসেবে নিজেদের ঘোষণা করবে তাদের পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হবে।তিনি আদর্শবাদ নেতাদের ধুমপান পরিহার করার আহ্বান জানিয়ে বলেন,দলের শীর্ষস্থানীয় নেতাগণ অধুমপায়ী হলে কর্মীরাও ধুমপান থেকে বিরত থাকবেন বলে আশা করা হচ্ছে।তিনি ডাক্তারদের উদ্দেশ্যে বলেন,রোগীদের পরামর্শ দেয়ার সময় প্রেসক্রিপশনে সকল রোগীকে ধুমপান বর্জনের বিষয়টিকে অধিক গুরুত্ব দেয়া প্রয়োজন। জেলা প্রশাসক বলেন, বান্দরবানে পুরুষের তুলনায় নারীই বেশি ধুমপায়ী বলে প্রাপ্ত তথ্যে উল্লেখ আছে। নারীদের ধুমপান এবং সাদা,জর্দ্দা এবং অন্যান্য তামাকজাত দ্রব্যের ব্যবহার বন্ধে অধিক প্রচার চালাতে হবে। বিশেষ করে ধুমপানের কুফল ও ভয়াবহতা সম্পর্কে সচিত্র প্রতিবেদন এবং বিলবোর্ড প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।জেলা প্রসাসক বলেন, আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে সকল ধুমপায়ীকে ফিরিয়ে আনতে হবে এবং তামাক চাষকে বন্ধ করে বিকল্প কৃষি ফসল চাষে চাষীদের উৎসাহ এবং প্রনোদনা দিতে হবে।সভায় আগামী বৃক্ষরোপন মৌসুমে বৃটিশ আমেরিকান টোবাকো কোম্পানীকে স্টল বরাদ্দ না দেয়ার জন্য জেলা প্রশাসকের বরাবরে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যানবাহণে এবং পাবলিক প্লেইসে ধুমপানকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়।সিভিল সার্জন ডাঃ অংসুই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আলতাফ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী হোসেন এবং পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বান্দরবানের প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা,নারী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মংথুই ম্রো এবং সদর হাসপাতালের আনএমও ডাঃ মাজেদুর রহমান বক্তৃতা করেন।মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রজিব ঘোষ।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.