

বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে হিলভিউ কনভেনশন সেন্টারে জেলার বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৩ মার্চ) আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আবদুচ ছালাম আজাদ।ইফতার মাহফিলে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই,বান্দরবান জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী,জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এডভোকেট মো.আবুল কালাম ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা তাজ প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আবদুচ ছালাম আজাদ বলেন-ছাত্রদের মাধ্যমে একটি রক্তাক্ত বিপ্লব সংঘটিত হবার পরও পতিত ফ্যাসিস্ট স্বৈরচারদের ষড়যন্ত্র থেমে যায়নি।তারা তাদের লুণ্ঠিত অর্থ সম্পদ ব্যবহার করে দেশের বাইরে থেকেও ভয়ানক ষড়যন্ত্র করে যাচ্ছে।তিনি বলেন,এ ক্ষেত্রে সকল দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ধৈর্য,সাহসিকতা ও বুদ্ধিমত্তার সাথে সকল রাজনৈতিক সংকটের মোকাবেলা করতে হবে।এসময় বান্দরবান জেলা জামায়াতের আমীর গাজায় নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং পতিত স্বৈরচারের বিরুদ্ধ সু-দৃঢ ঐক্য গড়ে তুলার আহবান জানান।স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ইফতার মাহফিলে অংশ নেয়।