

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-“পুলিশই জনতা,জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে নিয়ে বান্দরবানে নানা আয়োজনে কমিউনিটিং পুলিশ ডে উদযাপন করা হয়েছে।গতকাল শনিবার (২৮ অক্টোবর) সকালে বান্দরবান কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে পুলিশ ডে উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ গোষ্ঠির সাংস্কতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।এসময় র্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেনীর পেশার জনসাধারণ অংশ নেয়।পরে ক্ষুদ্র নৃ গোষ্ঠির সাংস্কতিক ইনিস্টিটিউটের হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
এসময় আরো উপস্থিত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,অতিরিক্ত পুুলিশ সুপার মো:কামরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা,জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মংক্যচিং চৌধুরী,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:রফিকউল্লাহসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা।আলোচনা সভায় বক্তারা ইভটিজিং,মাদক ও জঙ্গীবাদ ঠেকাতে পুলিশের সাথে সাধারণ জনসাধারণকে সহায়তা করার আহবান জানান।বক্তারা এই সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুলিশ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে অনুরোধ জানান।