মোহাম্মদ আলী বান্দরবান জেলা প্রতিনিধি:-বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূর-এ-জান্নাত রুমির বিদায় সর্ম্বধনা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উক্ত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।শুরুতেই ফুলের তোরা দিয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূর-এ-জান্নাত রুমি কে বিদায় সর্ম্বধনা জাননো হয়।বিদায় সম্বর্ধনার প্রধান অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বিদায়ী কর্মকর্তার ভূয়সী প্রশংসা করে বলেন,আমার উপজেলায় নূর-এ-জান্নাত রুমির মতো একজন দক্ষ,চৌকষ এবং সর্বোপরি মেধাবী একজন বিনয়ী কর্মকর্তা হিসেবে আমি পেয়েছিলাম যা আমার জন্য ভীষন ভাগ্যের ব্যাপার।বিগত দুই বছরের কাছাকাছি সময়কালে তিনি তাঁর দায়িত্বশীল আচার, ব্যাবহার ও জনবান্ধব কার্যক্রম দিয়ে উপজেলার সংশ্লিষ্ট সর্বস্থরের কর্মকর্তা/কর্মচারী তথাপি উপজেলার সকল নাগরিকদের মন জয় করতে পেরেছেন যা সচরাচর দেখা যায় না,বিরল।উনাকে বিদায় সম্বর্ধনা দিতে ইচ্ছা করছে না কারণ একটাই কর্মগুণ।তাছাড়া তিনি বান্দরবান জেলা প্রশাসনের আর.ডি.সি হিসেবে পদোন্নতি পেয়েছেন,এটা সরকারি আদেশ,আমাদের মেনে নিতে হবে।পরিশেষে একটা কথাই বলবো আমি এবং আমার পরিষদ বিদায়ী কর্মকর্তা যাতে নতুন কর্মস্থলেও সফলতার সাথে কাজ করতে পারেন সেই দোয়াই করি।আমি ব্যাক্তিগতভাবে বলতে পারি বান্দরবান জেলায় এমন জনবান্ধব সরকারি কর্মকর্তা সচরাচর পাওয়া যায়না এবং এটা বিরল।তিনি আমাদের হ্নদয় গভীরে স্থান করে নিয়েছেন তাঁর কর্মস্পৃহার বলিষ্ট কার্যক্রম দিয়ে।অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা বলেন, "মানুষ তার কর্মে বেচেঁ থাকে,আমরা সকলকে ভাল কাজের জন্য সহযোগিতা করি,আমি আপনাদের সেবক হিসেবে ছিলাম,বান্দরবানে কেউ আমার কাজে বা কথায় মনে কষ্ট পেয়ে থাকলে আশা করি সবাই ক্ষমা করে দিবেন,আর সকলে আমার জন্য দোয়া করবেন"। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃআলমগীর।বিদায় অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সদর উপজেলা এলজিইডি অধিদপ্তরের প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন,উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার তাওহিদ তালুকদার,সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়া উদ্দীন,সদর উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃআলেক হোসেন জুয়েল,সদর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিসার অসীম চাকমা,জনস্বাস্থ্য প্রকৌশ অধিদপ্তরের সহকারী কর্মকর্মা মোঃমন্জেল হোসেন,সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যানু মারমা,কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রæ মারমা,সুয়ালক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃজসিম উদ্দীন মেম্বার,সুয়ালক ইউনিয়ন পরিষদের আব্দুস ছবুর মেম্বার,সুয়ালক ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জামাল উদ্দীন মেম্বার,সদর উপজেলা চেয়াম্যানের একান্ত সচিব মোঃহেলাল উদ্দীন,ছেনুয়ারা বেগম,মোঃমোস্তাকসহ আরো বিভিন্ন বিভাগের উপজেলা কার্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়,৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডার এর এই চৌকষ মেধাবী কর্মকর্তা ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে যোগদান করেন।সে হিসেবে আগামী ২৭ সেপ্টেম্বর তাঁর বিদায়ী কর্মস্থলে দুই বছর পূর্ণ হতো।কিন্তু বান্দরবান জেলা প্রশাসনের নিয়মিত পদোন্নতি ও বদলি আদেশের পরিপ্রেক্ষিতে বিদায়ী কর্মকর্তা নুর-এ-জান্নাত রুমী বান্দরবান জেলা প্রশাসনের আর.ডি.সি হিসেবে পদোন্নতি লাভ করেছেন।প্রশাসনিক কিছু আইন ও নিয়মকানুন এর কারনে বান্দরবান সদর উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) নাজমা বিনতে আমীন ১৫দিনের একটি সরকারি বাধ্যতামূলক প্রশিক্ষণ এ থাকায় আপাতত বিদায়ী কর্মকর্তাই সদর উপজেলার ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।এদিকে গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাচটায় বান্দরবান সদর উপজেলাস্থ ভূমি অধিগ্রহণ কার্যালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেনীর সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা উপজেলা ভূমি কর্মকর্তা নুর-এ-জান্নাত রুমী কে বিদায় সম্বর্ধনা জানিয়েছেন।এসময় একটি অভূতপূর্ব আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।ভূমি কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা পদোন্নতি পাওয়া নূর-এ-জান্নাত রুমীর সুসাস্থ্য কামনা করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন বিদায়ী কর্মকর্তার হাতে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.