

বান্দরবান অফিসঃ-বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এর সাথে সাক্ষাৎ করছেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র নেতারা।গতকাল রবিবার (৬ মে) রাত আটটায় বিএনপি চেয়ারপারসন এর গুলশান কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বোমাং রাজপুত্র সাচিং জেরীর নেতৃত্বে জেলার সিনিয়র নেতারা বান্দরবান জেলা বিএনপির কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎ টি করলেন।এসময় গত ৩ মার্চ ২০১৭ তারিখে বিএনপি মহাসচিবের সাক্ষরিত শর্তারোপিত কমিটির সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।সাক্ষাৎ এ নেতৃবৃন্দরা ২১ সদস্যের আংশিক কমিটির ১৩ নেতার পদত্যাগ,২ নেতার আওয়ামীলীগে যোগদান,১নেতার বিদেশে অবস্থান সংক্রান্ত যাবতীয় তথ্য মহাসচিবকে অবহিত করেন।বৈঠকে জেলার নেতারা বিগত ১/১১ এর সরকারের সাথে আপোষ করে মান্নান ভুঁইয়ার সংস্কার পন্থী গ্রুপে যোগ দেয়া নেত্রী ম্যা ম্যা চিং এর রাজনৈতিক বিতর্কিত ভূমিকা নিয়ে মহাসচিবকে অবহিত করেন।পাশাপাশি বান্দরবান জেলার নেতাকর্মীরা জাবেদ রেজা কে কোনওভাবেই জেলা সাধারণ সম্পাদক হিসেবে মেনে নিবে না বলে স্পষ্ট ভাষায় মহাসচিবকে জানানো হয়।আলোচনার এক পর্যায়ে বান্দরবান জাবেদ রেজা পৌরসভার মেয়র থাকাকালীন সময়কার ব্যাপক দুর্নীতি,নিজদলীয় নেতাকর্মীদের হয়রানি করতে মামলার বোঝা চাপিয়ে দেয়া এবং সরকারী সফরে ১৫ থেকে ২০ বার বিদেশ সফরের তথ্যও বিএনপি মহাসচিব কে জানানো হয়।এসময় বিএনপি মহাসচিব নেতৃবৃন্দ কে আশ্বস্ত করে বলেন দেশনেত্রী এখন জেলে,দেশনেত্রী মুক্ত হলে আমি নিজে উদ্যোগ নিয়ে বান্দরবানের সমস্যা সমাধান করবো।আমি বান্দরবান বিএনপির এই দুরবস্থা নিয়ে খুব শীঘ্রই দলের ভারপাপ্ত চেয়ারম্যনের সাথেও কথা বলবো।সাক্ষাৎকালে বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মো:ওসমান গনি,জেলার প্রভাবশালী সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আব্দুুল কুদ্দছ,লামা উপজেলা সভাপতি সাবেক মেয়র আমির হোসেন,লামা বিএনপির সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী,লামার ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া,থানছি উপজেলা সভাপতি সাবেক উপজেেলা চেয়ারম্যান খামলাই ম্রো,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রশিদ,সেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গির আলম,সাবেক চেয়ারম্যান ক্য সা উ হ্যাডম্যান,আলীকদম উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মংক্যনু হেডম্যান,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দৌলতুল কবির খান সিদ্দিকী উপস্থিত ছিলেন।এসময় বান্দরবান জেলা বিএনপির নেতৃবৃন্দরা বান্দরবান এর বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে বান্দরবান জেলা বিএনপি সংক্রান্ত একটি প্রতিবেদন দলের ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এর হাতে তুলে দেন।