

সিএইচটি নিউজ ডেস্কঃ-বান্দরবান সদর উপজলার দূর্যোগ ব্যবস্থপনা কমিটির সদস্যবৃন্দের অংশ গ্রহণে দূর্যোগকালীন পুষ্টি বিষয়ের উপর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।স্যাপলিং প্রকল্প বান্দরবান, হেলেন কেলার ইন্টারন্যাশনাল গতকাল সোমবার দিন ব্যাপি এই ওরিয়েন্টেশন সভা বান্দরবান সদর উপজেলা পরিষদের কার্যালয়ে হর রুমে আয়োজন করা হয়। প্রকল্পের সমন্বয়কারী ও হেলেন কিলার ইন্টান্যাশনাল বাংলাদেশ এর নিউটেশন ডিরেক্টর শিরিন আফরোজ এর সভাপতিত্ব ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবান্দরবান সদর উপজলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দছ।বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলাম সরওয়ার,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল উদ্দীন চৌধুরী,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াই চিং প্রু,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,বান্দরবান পৌরসভা ৮নং ওয়ার্ড কাউন্সলর হাবিবুর রহমান খোকন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুচিত্রা তংচংগ্যা, মানবাধিকার নেত্রী ডনাই প্রু নেলী,বান্দরবান সদর উপজেলা দূর্যোগকালীন ত্রাণ সহায়তা প্রদান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর।এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্যপলিং প্রকল্পের বান্দরবান সদর এর মা ও শিশু স্বাস্থ্য বিষেশজ্ঞ মং ওয়াই চিং,স্যপলিং প্রকল্পের বান্দরবান সদর এর মা ও শিশু স্বাস্থ্য বিষেশজ্ঞ মাসুমা চৌধুরী প্রমুখ।ওরিয়েন্টশন কর্মশায় অংশগ্রহণকারীগন বলেন আমরা এই ওরিয়েন্টশন কর্মশায় আসার কারণে অনেক অজানা বিষয় ও তথ্য জানলাম,এর ফলে আমরা এলাকার জন সাধারণকে আরো বেশী সচেত করতে পারবো।পরে সভাপতি উপস্থিত সকলকে আন্তিরক ধন্যাবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে দিন ব্যাপি ওরিয়েন্টেশন শালার সমাপ্তি করেন।