বান্দরবানে সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন এর বিদায় উপলক্ষ্যে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় জেলা পরিষদ অডিটরিয়ামে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এ সময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন মজুমদার,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ।এসময় পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মো. ফরিদুল আলম সুমন উপস্থিত।
অনুষ্ঠানে বিদায়ী সেনা রিজিয়ন কমান্ডার যুবায়ের সালেহীন বলেন, তিনি দেশের অনেক জায়গায় কাজ করেছেন কিন্তু বান্দরবান জেলার মত এমন শান্তির জেলা তিনি আর কোথাও দেখেননি।দেশের অনান্যে জেলার চেয়ে সম্প্রীতির বান্দরবানে কাজ করে এমন আনন্দ তিনি আর কোথাও পাননি।তাই তিনি দেশের মানুষের সেবায় কাজ করার জন্য যেখানেই যান না কেন,তিনি কোন দিনও বান্দরবানবাসীর ভালবাসা ভুলবেন না বলেও উল্লেখ করেন।