

“আমার দেশ আমার প্রান” এই প্রতিপাদ্য কে সামনে রেখে শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বান্দরবান সেনা রিজিয়ন।এছাড়াও বান্দরবান জেলায় বসবাসরত সকল জাতিগোষ্ঠীর জন্য মানবিক কার্যক্রম পরিচালনা করছে বান্দরবান সেনা রিজিয়ন তথা বাংলাদেশ সেনাবাহিনী।এরই ধারাবাহিকতায় সোমবার (১১ মার্চ) পবিত্র মাহে রমজানের উপহার বিতরন করেছে বান্দরবান সেনা রিজিয়ন।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ,এসজিপি, এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,পিএইচডি।নবনিযুক্ত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান,এএফডব্লিউসি,পিএসসি,জোন কমান্ডার লেঃ কর্নেল এএসএম মাহমুদুল হাসান,পিএসসি,ভারপ্রাপ্ত জিটুআই ক্যাপ্টেন আব্দুল মান্নান এসময় উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে রিজিয়ন কমান্ডার গোলাম মহিউদ্দিন বলেন,অত্র অঞ্চলে অসাম্প্রদায়িক সম্প্রীতির বান্দরবান গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী তথা বান্দরবান সেনা রিজিয়ন বহু বছর ধরে কাজ করে যাচ্ছে।ইতিপূর্বে শারদীয় দুর্গা পুজা,বড়দিনের উৎসবসহ স্থানীয় সকল জাতিগোষ্ঠীর ধর্মীয় আচার ও সংস্কৃতি সমৃদ্ধ করার জন্য বিভিন্ন পর্যায়ের সহযোগিতা করে যাচ্ছে বান্দরবান সেনা রিজিয়ন।মুসলিম সম্প্রদায়ের পবিত্র সিয়াম সাধনার মাস তথা রমজানও এর বাইরে নয়।মাহে রমজানের এই উপহার স্থানীয় জনসাধারন কে কিছুটা স্বাচ্ছন্দ্য দিতে পারবে।
এদিন রমজানের উপহার হিসেবে ৩৮৬ পরিবার খাদ্য সামগ্রী প্রদান করা হয়।উপহারের প্রতিটি প্যাকেটে ৩ কেজি ছোলা,১ কেজি খেজুর,২ কেজি পিয়াজ,২ প্যাকেট ট্যাংক,১ কেজি তেল এবং ২ কেজি চিনি ছিলো।