বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধানে বান্দরবান সদর উপজেলার অন্তর্গত দশটি মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এক মাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।শুক্রবার (২৪ মার্চ) বিকেলে বান্দরবান সেনা জোন এই ইফতার সামগ্রী বিতরন করে।ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মাহমুদুল হাসান,পিএসসি।বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফুয়াদ এর সঞ্চালনায় আয়োজিত ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে সেনা জোন এর উপঅধিনায়ক মেজর এএসএম মাহমুদুল হাসানসহ দূরদূরান্ত হতে আগত মাদ্রাসার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি বলেন,বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে আপনাদের মাঝে এই সামান্য উপহার প্রদানের মাধ্যমে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রদান করছি।এই ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে পবিত্র মাহে রমজানের খুশি ভাগাভাগি করে নেয়াই আমাদের মূল উদ্দেশ্য।এসময় তিনি,আজকের এই সহযোগিতার পাশাপাশি আগামীতে সেনা জোনের পক্ষ থেকে যেকোনও দুঃসময়ে আগামীতেও পাশে থেকে সাহায্য করার আশ্বাস প্রদান করেন।সেনা জোন সুত্রে জানা যায়,এবারের মাহে রমজানে ৫৫৩ জন এতিম শিক্ষার্থীর মাঝে এক মাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদান করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো ছোলা,মুড়ি,চিনি, খেজুর,তৈল ও খেসারির ডালসহ সর্বমোট ০৬ টি উপকরণ।প্রদেয় ইফতার সামগ্রীতে ৪৯৮.০০ কেজি ছোলা,৩৩১.৫০০ কেজি মুড়ি,৩৪৮.০০ কেজি চিনি,৩৪৮.০০ কেজি খেজুর, ২৬৪.০০কেজি তেল ও ২৪৮.০০ কেজি খেসারির ডাল বিতরণ করা হয়।এদিন সর্বমোট ৩ লক্ষ ৩১ হাজার ৫৭৭ টাকার ইফতার সামগ্রী প্রদান করা হয়।এদিকে একই অনুষ্ঠানে সিএইচটি টাইমস ডটকম ও বান্দরবানের প্রথম ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম এর প্রতিষ্ঠাতা প্রকাশক লুৎফুর রহমান উজ্জ্বল এর আবেদনে সাড়া দিয়ে সুয়ালক হাফেজিয়া এতিমখানা এর এতিম শিক্ষার্থীদের জন্যেও তাৎক্ষণিক ইফতার সামগ্রী প্রদানের মানবিক নির্দেশনা প্রদান করেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মাহমুদুল হাসান, পিএসসি।উল্লেখ্য,গত রমজান মাসেও বান্দরবান সেনা জোন সদর উপজেলার মাদ্রাস ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য পুরো এক মাসের ইফতার সামগ্রী বিতরন করেছিলো।সেবারও প্রায় সাড়ে তিন লাখ টাকার ইফতার সামগ্রী বিতরন করে বান্দরবান সেনা জোন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.