

বান্দরবানে করোনায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রাশেদা আক্তার (৩৫)। তিনি বান্দরবান শহরের ৬নং ওয়ার্ডের ক্যাচিংঘাটা এলাকার আব্দুল করিমের স্ত্রী।শুক্রবার (৬ আগস্ট) সকালে বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।হাসপাতাল সূত্র জানায়, গত বুধবার শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন রাশেদা আক্তার। তার নমুনা পরীক্ষা করা হলে করোনা পজেটিভ শনাক্ত হয়। পরে দুইদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।এ ব্যাপারে বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা বলেন, বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে।বান্দরবান জেলায় এ পর্যন্ত মোট ৯ জনের করোনায় মৃত্যু হয়েছে। জেলায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৯শ ৭০ জন।উল্লেখ্য, শনিবার (৭ আগস্ট) সকাল থেকে বান্দরবান জেলার সাতটি উপজেলার ৩৩টি ইউনিয়ন ও বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধে টিকা প্রদান করা হবে। এতে বয়স ২৫-এর উপরে নিবন্ধনকৃতদের টিকাকার্ড ও জাতীয় পরিচয় পত্রসহ নিজ এলাকায় নির্দিষ্ট টিকা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য সিভিল সার্জন কার্যালয় ও পৌরসভার পক্ষ থেকে পৃথকভাবে জানানো হয়েছে।