

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান সদর থানা পুলিশের বিশেষ অভিযানে এক চোরকে গ্রেফতার করা হয়েছে।রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে সদর থানার পুলিশের এস আই অজয় দেব শীল ও বিকাশ রুদ্র জেলার ক্যাচিংঘাটার ক্যাচিং কারবিারি পাড়া থেকে চোর মংচু মার্মা (২৩) কে গ্রেফতার করে।এসময় চোর চক্রের আর এক সদস্য মংচম্যা মার্মা (২০) পালিয়ে যায়।গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে তিনটি মোবাইল,একটি মোবাইল পাওয়ায় ব্যাংক,দুইটি স্বর্ণের আংটি,একটি সাউন্ড সিস্টেমের যন্ত্রাংশ জব্দ করা হয়।
বান্দরবান সদর থানার পুলিশের এস আই অজয় দেব শীল জানান,আসামীরা দীর্ঘদিন যাবৎ চোর চক্রের সাথে জড়িত থেকে বান্দরবানের বিভিন্ন স্থানে সঙ্গোপনে গৃহে প্রবেশ করে চুরি,ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িত রয়েছে।মামলার অপর পলাতক আসামী গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।