বান্দরবান সদর থানা চত্বরে উদ্বোধন হলো ভিকটিম সাপোর্ট সেন্টার ভবন।রবিবার (৭আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নবনির্মিত এই সাপোর্ট সেন্টার ভবন এর উদ্বোধন করেন।জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জেরিন আখতার, বিপিএম।স্থানীয় সরকার বিভাগ এর উপপরিচালক মো.লুৎফুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন, ইউএনডিপি এর বান্দরবান জেলা ম্যানেজার খুশিরায় ত্রিপুরা,রেডক্রিসেন্ট সেক্রেটারি অমল কান্তি দাস, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম,পিপিএম উপস্থিত ছিলেন।এসআইডি-সিএইচটি-ইউএনডিপির (শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এর মাধ্যমে কন্যা-শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্প) এর আওতায় ভবনটি নির্মিত হয়।ভবন নির্মাণে ব্যয় হয়েছে ২৫ লক্ষ টাকা।
এতে ৩টি কক্ষ,শিশুদের জন্য খেলাঘর ও আধুনিক মানের ১টি শৌচাগার রয়েছে।এদিন এই সাপোর্ট সেন্টার এর জন্য পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর জন্য ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। উল্লেখ্য,ভিকটিম সাপোর্ট সেন্টার মাধ্যমে সহিসংতার শিকার নারীদের বক্তব্য শুনে সমস্যা চিহ্নিত করা হয়।এরপর সহায়তা দেওয়া হয়।ভুক্তভোগীকে চিকিৎসাকেন্দ্রে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়।সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা দায়েরের ক্ষেত্রে ভুক্তভোগীকে সহায়তা দেওয়া,আটকে পড়া নির্যাতনের শিকার নারী-শিশুকে তাৎক্ষণিক উদ্ধারে ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া কাউন্সেলিং সেবা দেওয়া হয় এখানে।স্বাভাবিক প্রয়োজনে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঁচ দিন থাকা যায়।এ সময় থাকার জায়গার পাশাপাশি খাবারসহ প্রয়োজনীয় সুবিধা দেওয়া হয়।তদন্তে মামলার বাদী ও ভুক্তভোগীকেও সহায়তা দেওয়া হয়।