

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় বান্দরবান সদর উপজেলার ২০জন সিআইজি মৎস্য চাষীদের প্রযুক্তি প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।আজ মঙ্গলবার (২৯ মে) বান্দরবান সিনিয়র উপজেলা মৎস্য অফিস প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে সিআইজি মৎস্য চাষীদের প্রযুক্তি প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃজামাল উদ্দীন চৌধুরী,বান্দরবান সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দীন। এছাড়াও গণমাধ্যম কর্মী ও মৎস্য চাষীগন উপস্থিত ছিলেন।২০জন সিআইজি মৎস্য চাষীদের প্রযুক্তি প্রদর্শনীর উপকরণ বিতরণ মধ্যে রয়েছে-৪৩৬০ কেজি ফিস ফিড,৩৭০ কেজি মাছের পোনা,প্রতিজনকে একটি করে প্রদর্শনী সাইনবোর্ড।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান,জাতীয় কৃষি প্রযুক্তির অর্থায়নে বান্দরবান সদর উপজেলা ২০জন সিআইজি তালিকা ভূক্ত মৎস্য চাষীদের প্রযুক্তি প্রদর্শনীর বাস্তবায়নের লক্ষে এই উপকরণ বিতরণ বিকরণ করা হয়।