

বান্দরবানে জেলা প্রশাসনের আয়োজনে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।রবিবার (২ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে হতদরিদ্র শীতার্তদের হাতে কম্বল তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এম.পি)।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল কুদ্দুস ফরাজী (পিপিএম),উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফা,প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর উপস্থিত ছিলেন।প্রসঙ্গত,বান্দরবান পৌরসভা এবং সদর উপজেলায় বসবাসরত তিনশ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত এই শীতবস্ত্র বিতরণ করা হয়।