

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান লোকাল ট্রাক ও মিনি ট্রাক বহুমুখী মালিক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।হোটেল হিলটন সম্মেলন কক্ষে মঙ্গলবার রাত ৮টায় সমিতির সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃইসলাম বেবী।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ,হোটেল ব্যাবসায়ী মালিক সমিতির নেতা মাহবুবুর রহমান,ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাশ,ট্রাক-মিনি ট্রাক শ্রমিক সমিতির নেতা মুসা কোম্পানি,বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল্লাহ প্রমুখ।