বান্দরবান যুব ব্যবসায়ী পরিষদ এর আয়োজনে ৪র্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহ্ফিল


প্রকাশের সময় :৯ মার্চ, ২০১৭ ৭:২৫ : অপরাহ্ণ 1633 Views

মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:-বান্দরবান যুব ব্যবসায়ীদের আয়োজনে ৪র্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহ্ফিল-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গবার বাদে আছর থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এই মাহ্ফিল চলে।বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেইট প্রাঙ্গনে মাহ্ফিলের আয়োজন করা হয়। মাহ্ফিলে প্রধান মেহমান হিসেবে দিক নির্দেশনামূলক হেদায়তী ওয়াজ ও নচিহত মূলক বক্তব্য প্রদান করেন,চট্টগ্রাম আর্ন্তজাতিক ইসলামী বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডক্টর.বি.এম মফিজুর রহমান আয্হারী। বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী এর সভাপতিত্বে মাহ্ফিলে বিশেষ মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা করেন,চট্টগ্রাম আর্ন্তজাতিক ইসলামী বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান,বান্দরবান বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল-মুঈন,বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল,বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা বদিউল আলম,বান্দরবান জজ কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক,এছাড়াও মাহফিলে স্থানীয় ওলামাগণ আলোচনা পেশ করেন। মাহ্ফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ এর মধ্যে উপস্থিত থেকে শুভেচ্ছ বক্তব্য প্রদান করেন,বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।এছাড়াও মাহ্ফিলে সার্বিক সহযোগিতা ও অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃখোরশেদুল আলম,মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যতম উদ্যোগতা বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন-অর-রশিদ,বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী মোঃনাজিম উদ্দিনসহ বান্দরবান বাজার এলাকার এক ঝাঁক ইসলাম প্রিয় যুবকগণ এবং যুব পরিষদের অন্যান্য সদস্যগণ।তাফসীরুল কোরআন মাহফিলে বক্তারা বলেন,পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য মাহান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে পাঠানো একটি সংবিধান,এই কোরআনের মধ্যে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তা প্রকাশ করেছেন মাহান আল্লাহ,ইসলাম একটি শান্তির ধর্ম,মুসলমানরা আজ কোরআন থেকে দুরে সরে আসার কারণে সারা বিশ্বে জুলুম,অত্যাচারের শিকার হচ্ছে। মহান আল্লাহ যৌবন কালে ইবাদতকে বেশি পছন্দ ও কবুল করেন,যুবকরা ১বার আল্লাহ ডাকলে আল্লাহ তার ডাকে ১০০বার উত্তর দেন,আর বৃন্ধ বয়সে ১০০ বার আল্লাহকে ডাকলে আল্লাহ ১বার উত্তর দেন।আল্লা বলেন,তোমরা পৃথিবীতে ভাল কাজ নিজে কর,অন্যজনকে করার জন্য বল,তোমরা ভাল কাজের আদেশ দাও,অন্যায় কাজের নিষেধ কর,নিজেরাও অন্যায় কাজ করবে না,অন্যজন করলে তাকে শক্তি থাকলে প্রথমে হাতে,২য় মুখে,সর্ব শেষে না পারলে অন্তরে ঘৃণা করো,অন্তরে ঘৃণা করাটা একে বারে দুর্বল ঈমানের পরিচয়। আসুন আমরা সকলে আল্লাহর হুকুম আহকাম ও রাসুল(সাঃ)এর তরীকা মতে আমাদের জীবন গড়ি,আমাদের ঈমান ও আমলকে সঠিক করি,তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাবো।পরে ব্যাক্তি,সমাজ, রাষ্ট্র,পুরো বিশ্বের মুসলিম উম্মা ও যারা মাহফিলে সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য বিশেষ দোয়া ও মনোজাত করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!