১০ কোটি টাকা ব্যয়ে সুয়ালক এলাকায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।বুধবার (১ নভেম্বর) বিকেলে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবটির উদ্বোধন করেন।এ সময় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেল ডক্টর এম নুরুল ইসলাম,উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সু প্রদীপ চাকমা,ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম,পৌর মেয়র মোহাম্মদ শামসুল ইসলাম, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস,ট্রাস্টি সদস্য আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান,অমল কান্তি দাশ,ইসলাম কোম্পানী,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের উদ্বোধন করেন।বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয় একশতম।২০১৯ সালে শহরের অস্থায়ী ক্যাম্পাসে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।প্রায় একশ একর এলাকা জুড়ে তৈরি করা হয়েছে বান্দরবান বিশ্ববিদ্যালের স্থায়ী ক্যাম্পাস। চিম্বুক পাহাড়ের পাদদেশে সবুজে ভরা এই ক্যাম্পাসে আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম।