

বান্দরবান বিশ্ববিদ্যালয় এর আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার (২৬ জুলাই) টুর্নামেন্ট এর শুভসূচনা হয়।বৃহস্পতিবার (২৭ জুলাই) বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় বিবিএ-এইচটিএম বিভাগ ৩-০ গোলে জিডিএস বিভাগ কে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।টুর্নামেন্ট এর মূল প্রতিপাদ্য করা হয়েছে ‘বুদ্ধির খেলা ফুটবল, সেই সাথে কৌশল পায়ে পায়ে ছুটে বল,ফুটবল ফুটবল” ফাইনাল ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড.এম নুরুল ইসলাম।এসময় বিশেষ অতিথি স্কুল অব বিজনেস এডমিনিস্ট্রেশন এর ডিন অধ্যাপক ড.কাজী আহমেদ নবী।
এসময় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি এর আহ্বায়ক টি এ এম ওমর ফারুক,টুর্নামেন্ট পরিচালনা কমিটি এর সমন্বয়ক ও প্রভাষক সোহরাব হোসেন,প্রভাষক ওয়াহিদুর রহমান,সাইং সাইং উ নিনি,নোবেল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।নির্ধারিত সময় এর খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।একটি উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট টি ছিলো তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ন।শিরোপা জয়ী দল এর উক্যা মারমা টুর্নামেন্ট এর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।এছাড়াও বিমল তঞ্চঙ্গ্যা ফাইনাল খেলা এর সেরা খেলোয়াড় নির্বাচিত হন।সাবেক কৃতি ফুটবলার মাহফুজুর রশিদ বাচ্চু ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন।