

বান্দরবান বাজার এলাকার ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা, অপরাধ দমন ও নিয়ন্ত্রনের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ স্থানে ৭২ টি সি সি ক্যামরা বসানো হয়েছে।শনিবার (২৮ আগষ্ট) সন্ধ্যা ৭টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বান্দরবান বাজার মসজিদের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে এই ৭২টি সিসি ক্যামেরা উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।সিসি ক্যামেরা উদ্বোধন শেষে বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বান্দরবান বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে স্থাপিত সিসি ক্যামেরা শুধুমাত্র অপরাধ দমনে নয় বরং বাজারে আগত বিভিন্ন পর্যটকদের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, বাজারে বিভিন্ন প্রকৃতির মানুষের আগমণ ঘটে। তাই অপরাধীদের সনাক্তকরণে সি.সি ক্যামেরা স্থাপন একটি যুগান্তকারী পদক্ষেপ।এসময় আলোচনা সভায় বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মাষ্টার মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার জেরিন আখতার,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ,পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, ব্যবসায়ী ঐক্য পরিষদের সহ-সভাপতি বিমল কান্তি দাশ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওমর ফারুক।