বান্দরবান পৌর এলাকায় নাগরিক সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং জলাবদ্ধতা নিরসন ও পয়ঃ নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থার উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের উদ্বোধন করেন।
উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে আর.সি.সি রাস্তা, আর.সি.সি ড্রেইন,নদীর ঘাটে নামার সিঁড়ি,নদীর পাড়ের আর.সি.সি রাস্তা,ড্রেইন,উজানী পাড়া বৌদ্ধ বিহারের উপাসিকাদের চেরাংঘর নির্মাণ এর ভিত্তি প্রস্তর স্থাপন।উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।এতে ব্যয় হচ্ছে ৬ কোটি ৫৭ লক্ষ টাকা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক লক্ষ্মীপদ দাস,পৌর মেয়র সামসুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মীরা,সহকারী পুলিশ সুপার মো.আমজাদ হোসেন,রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত।