

পর্যটন নগরী বান্দরবানকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন পরিস্থিতি মোকাবেলা (জিআর খাতের) কর্মসূচির আওতায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বান্দরবান পৌরসভাকে ২টি রোড সুইপার মেশিন হস্তান্তর করা হয়েছে।গত রবিবার (২৮ মার্চ) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই রোড সুইপার মেশিনগুলো পৌরসভার কাছে হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় চায়না থেকে সদ্য আমদানিকৃত নতুন ২টি রোড সুইপার মেশিন এর চাবি পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর কাছে আনুষ্টানিকভাবে হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন পরিস্থিতি মোকাবেলা (জিআর খাতের) কর্মসূচির আওতায় ২২লক্ষ টাকা ব্যয়ে বান্দরবানের বিভিন্ন ইউনিয়নের ৪৮টি সমবায় সমিতিকে ১৪টি ধান মাড়াই মেশিন ও ৩৪টি সেচ পাম্পও বিতরণ করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,পৌরসভাকে প্রদানকৃত নতুন এই রোড সুইপার মেশিন দিয়ে প্রতি ঘন্টায় প্রায় ৩কিলোমিটার সড়ক পরিস্কার পরিচ্ছন্ন করা যাবে,তাছাড়া এই মেশিন ব্যবহারের ফলে দ্রুত সময়ে সড়কের ময়লা পরিস্কারের পাশাপাশি পরিবেশ থাকবে জীবানুমুক্ত।এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা,মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুস ফরাজী,পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ,সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ ড.এ কে এম নাজমুল হক,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমানসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।