বান্দরবান পুলিশ লাইন্স স্কুল এর বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে।০৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বান্দরবান পুলিশ লাইন্স স্কুল এর বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ বান্দরবান পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্টিত হয়।
বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার সৈকত শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম,বান্দরবান পৌরসভার মেয়র মো.সামশুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো.রায়হান কাজেমী,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.শাহ্ আলম,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথির বক্তব্যকালে বলেন,লেখা পড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলা করতে হবে।তিনি আরো বলেন,খেলাধুলা শরীর সুস্থ রাখে।তিনি ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।তিনি আগামীতে বান্দরবানের পুলিশ লাইন্স স্কুল এর ছাত্র-ছাত্রীদের পাশে থাকার আশ্বাস প্রদান করে ছাত্র-ছাত্রীদের জন্য যাবতীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এসময় বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।এছাড়াও তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে দুই লাখ টাকা অনুদান ঘোষনা করেন।এছাড়াও তাৎক্ষণিক শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।