বান্দরবানে পুলিশ প্রশাসনকে অক্সিজেন কনসেন্ট্রেটর দিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ । কভিড-১৯ রোগীদের মধ্যে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা প্রকট থাকে, তাদের প্রশ্বাস স্বাভাবিক রাখার জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর ব্যবহার করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পুলিশ সুপার জেরিন আখতার এর হাতে একটি কনসেন্ট্রেটর তুলে দেন কাজল কান্তি দাশ ।পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ বলেন, পুলিশরা আমাদের বন্ধু । এই করোনাকালে বান্দরবানে ৫০ জনেরও অধিক পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন । তাদের কথা চিন্তা করেই অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছি ।
এদিকে পুলিশ সুপার জেরিন আখতার বলেন, বান্দরবানের মানুষ অনেক বেশি আন্তরিক । প্রতিটা ক্ষেত্রেই এ এলাকার মানুষের আন্তরিকতা দেখেছি ।
এদিকে করোনার শুরুতেই বান্দরবান পৌর শহরের সড়কগুলো জীবাণুমুক্ত করতে নিজ খরচেই প্রতিদিন ৪২ হাজার লিটার জীবাণুনাশক ছিটিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ । এছাড়াও মশা নিধন করতে ফগার মেশিন দিয়ে করেছেন স্প্রে। এছাড়াও করোনায় কর্মহীন গরিব অসহায় ৪শত পরিবারকে দিয়েছেন চাল, ডাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী ।