

শিক্ষার আলোয় পার্বত্য এলাকা আলোকিত করার প্রয়াসে বান্দরবানে সোলার চালিত মাল্টিমিডিয়া ক্লাস রুম এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি।তিনি বলেন বান্দরবান পার্বত্য জেলা এখন আর পিছিয়ে পড়া জেলা নয়, এই জেলায় শিক্ষার ক্ষেত্রে অনেক অগ্রসর হয়েছে। আমার সরকার ইতিপুর্বে বান্দরবান জেলার শিক্ষার উন্নয়নে বান্দরবান কলেজ এবং মহিলা কলেজে ছাত্রবাস এবং ছাত্রী হোস্টেল করার জন্য সার্বিক সহযোগিতা করেছে।বান্দরবানে বর্তমান সরকাররের আমলেই প্রতিষ্ঠিত হয়েছে নার্সিং কলেজ এবং রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছে।অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের কৃতি সন্তান গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।তিনি বলেন শিক্ষা মন্ত্রীর নিকট আমাদের অনুরুধ রুমা,থানছি, রোয়াংছড়িসহ যেসব স্কুল ও কলেজে এখনও শিক্ষকদের ঘাটতি রয়েছে তার দিকে একটু সুদৃষ্টি প্রদান করার জন্য।বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: সোহরাব হোসেন, পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মো: মেসবাহুল ইসলাম, এটুআই প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো: মোসস্তাফিজুর রহমান,বান্দরবানের জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম,পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদার,বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান, বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজামেল হক বাহাদুর, সদস্য সিং ইয়ং ম্রো, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সদস্য ফিলীপ ত্রিপুরা, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্ছু, মিনারুল হক সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে শিক্ষাবিষয়ক উদ্ভাবন প্রকল্প এটুআই’র আওতায় পার্বত্য চট্টগ্রামের ২৫টি উপজেলায় বিদ্যুৎবিহীন এলাকার প্রায় দুই হাজার শিক্ষার্থীদের মধ্যে সোলার লাইট ও প্রতিটি উপজেলায় ১টি করে ২৫টি সোলার চালিত মাল্টিমিডিয়া দেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পার্বত্য জেলা পরিষদ ও এটুআই যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করবে।