

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-অন্যান্য বছরের ন্যায় এবারো শিক্ষা উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ৬৭ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা এই বাজেট পেশ করেন।জেলা পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা উন্নয়ন খাতে সর্বোচ্চ ২৬ শতাংশ এবং ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে সর্বনিম্ন ২শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।শিক্ষা উন্নয়ন ক্ষেত্রে ১২ কোটি ৯৫ লক্ষ ৮৩ হাজার ৭৪০ টাকা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পে জন্য ৯৯ লক্ষ ৬৭ হাজার ৯৮০ টাকা বরাদ্দ রাখা হয়েছে।বাজেট অধিবেশনে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন,জেলাতে সকল পর্যায় শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা,স্বাস্থ্য ও কৃষি উন্নয়ন,দারিদ্র হ্রাস করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা প্রকল্প গ্রহণ ও অবকাঠামো উন্নয়নসহ পর্যটন শিল্পের বিকাশে বিষয়ভিত্তিক প্রকল্প হাতে নিয়েছি।এছাড়া এলাকায় আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে।বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আলম,নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার,জেলা পরিষদের সকল সদস্যসহ সাংবাদিক ও ন্যস্ত বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।