বান্দরবান দূর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় :৫ জুন, ২০১৮ ১১:২৯ : অপরাহ্ণ 689 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-জেলা প্রশাসন ও দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দূর্ণীনি দম ন কমিশন (দুদক) এর সহযোগিতায় গতকাল বেলা ১১টা দূর্নীতি বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বান্দরবান জেলা প্রশাসক মোঃআসলাম হোসেন এর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক মোঃআক্তার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসিন আরাফাত,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম,জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং,অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃসোহরাব হোসেন,বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিং হ্লা মং মার্মা,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার, প্রমুখ।সভায় বক্তারা বলেন,অতীতে সারা বিশ্বে বাংলাদেশ দূর্নীতি চ্যাম্পিয়ান এর মুকুট বাংলাদেশের মাথায় ছিল।সব বাধা পেরিয়ে বর্তমান সরকার আমলে দূর্নীতির র‌্যাংকিংয়ে বাংলাদেশ অনেকটাই নিম্মে অবস্থান করছে।সরকারের অনলাইন ভিত্তিক সেবা কার্যক্রমের ফলে জনগণের দোড়গোড়ায় সেবা পৌছিয়ে দেয়া হচ্ছে।এখন আর জনগণের প্রশাসনিক সেবা পেতে হয়রানির শিকার হতে হয় না।বাংলাদেশ ডিজিটাল হওয়ার ফলে জনগণকে সেবা দিতে কারচুপির কোন সুযোগ নেই। কেউ দূর্নীতি করে অতীতেও পার পাইনি।সরকারের আন্তরিকতার ফলে ভবিষ্যতেও কেউ আর দূর্নীতি করে পার পাবে না।উক্ত অনুষ্ঠানে তিনি সকলের প্রতি আহবান জানান যে,কেউ কোথাও দূর্নীতি করলে তাৎক্ষনিক প্রশাসনকে তা অবহিত করতে। এভাবে একদিন বাংলাদেশ দূর্নীতিতে জিরো টলারেন্সে পরিণত হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!