

বান্দরবান অফিসঃ-বান্দরবান ট্যুরিস্ট পুলিশ কার্যালয় এর শুভ উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি।বৃহস্পতিবার বিকালে বান্দরবান মেঘলায় অবস্থিত ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সভা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান ট্যুরিস্ট পুলিশ কার্যালয় এর শুভ উদ্বোধন ঘোষনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি।বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এর ডিআইজি মোঃসোহরাব হোসেন এনডিসি এর সভাপতিত্বে এতে বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান ক্য শৈ হ্লা,বান্দরবানের জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন,পুলিশ সুপার মোঃ জাকির হোসেন মজুমদার,পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃশহিদুল আলম,চট্টগ্রাম বিভাগের ট্যুরিস্ট পুলিশ এর এডিশন্যাল ডিআইজি মোঃমুসলিম উদ্দীন,চট্টগ্রাম বিভাগের ট্যুরিস্ট পুলিশ এর এএসপি ফকরুল ইসলাম,চট্টগ্রাম বিভাগের ট্যুরিস্ট পুলিশ এর ওসি আপেল মাহমুদ,টুরিস্ট পুলিশ বান্দরবান কার্যালয় এর অফিসার ইনচার্জ সুহৃদ চাকমা,বান্দরবান প্রেস ক্লাব এর সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,বান্দরবান হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি বাবু অমল কান্তি দাশ,বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বান্দরবান পর্যটন মোটেল এর ম্যানেজার আলো বিকাশ চাকমা প্রমুখ।অতিথিরা বলেন,বান্দরবান একটি পর্যটন বান্ধব জেলা,পর্যটন নগরী কক্সবাজারের পরে বান্দরবান কে পর্যটনের নগরী হিসেবে সারা বিশ্বের নিকট পরিচিতি লাভ করছে।সময়ের প্রয়োজনে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ট্যুরিস্ট পুলিশের প্রয়োজন অপরিহার্য্য।টুরিস্ট পুলিশের উপর অপিয়ত দায়িত্ব যথাযত ভাবে পালণ করলে বান্দরবানে ভবিষ্যতে পর্যটক আরো বৃদ্ধি পাবে। বান্দরবান জেলার বিভিন্ন পর্যটন স্পট গুলোর সৌন্দর্য আমাদের সকলকে আরো বেশী করে প্রচার করার মাধ্যমে সারা বিশ্বের কাছে তুলে ধরতে হবে,পর্যটন শিল্পের বিকাশে আমাদেরকে বান্দরবান শহরকে আরো পরিকল্পিত ভাবে সুন্দর অবকাঠামো দ্বারা গড়ে তুলতে হবে।আসুন আমরা সকলকে মিলে মিশে বান্দরবান পার্বত্য জেলা কে একটি আধুনিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলি।