

সিএইচটি নিউজ ডেস্কঃ-বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ওস্তাদ ক্যশৈহ্লা মার্মা ও সহসভাপতি পৌর মেয়র মোঃইসলাম বেবী কে বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।আজ মঙ্গলবার (১৫ জুন) সকালে বান্দরবান জেলা প্রশাসন এর উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।বান্দরবান জেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সংবর্ধনা গ্রহণ করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ওস্তাদ ক্য শৈ হ্লা।সরকারী বিশেষ কাজে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বান্দরবানের বাইরে থাকায় তিনি উপস্থিত থাকতে না পারলেও ফোনের মাধ্যমে তিনি সংবর্ধনা গ্রহণ করেন।বান্দরবান জেলার জেলা প্রশাসক মোঃআসলাম হোসেন এর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনায় সাধারণ সম্পাদক এর পাশাপাশি চট্টগ্রাম থেকে নির্বাচিত আরও তিন সহসভাপতিকেও সংবর্ধনা প্রদান করা হয়।সংবর্ধনা প্রাপ্ত অন্য তিন নেতা হলেন বান্দরবান জেরী ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত কারাতে ফেডারেশন সহসভাপতি পৌর মেয়র মোঃইসলাম বেবী,সহসভাপতি শাহজাদা আলম এবং সহসভাপতি মোয়াজ্জেম হোসেন।সংবর্ধনাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান এর পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার,আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান,জেলা আওয়ামীলীগ সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,কারাতে এক ধরনের ক্রীড়া যা প্রথমত মানুষ নিজেকে আতœ-রক্ষা করতে শিখবে,যার ফলে মানুষের মাঝে ধীরে ধীরে ভয়কে জয় করার প্রবনতা সৃষ্টি করবে,আমি র্দীষ দিন হতে কারাতের সাথে নিজের উতপুত ভাবে জড়িয়ে রেখেছিলাম,ইতিপুর্বে এই কারাতে প্রশিক্ষণের জন্য বিভিন্ন দেশে আমার যাওয়ার অভিজ্ঞতা রয়েছে,বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আপনারা আমাকে সম্মানিত করেছেন,তার জন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞ।এই বিজয় আমার একার নয় এই বিজয় পুরো পার্বত্য চট্টগ্রামের, বিশেষ করে বান্দরবান পার্বত্য জেলার,আমি সকলের নিকট দোয়া ও আশির্বাদ কামনা করি যেনও আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি।সভাপতির বক্তব্যে বলেন,এটি আমাদের সকলের জন্য অত্যন্ত গৌরবের বিষয়, স্যারের দেখানো পথে আগামী প্রজম্ম তাদের সঠিক পথ খুঁজে পাবে এটাই আমাদের সকলের প্রত্যাশা।