বান্দরবান জেলা প্রশাসন এর দুই চৌকস কর্মকর্তার বিদায় সংবর্ধনা


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :২৫ আগস্ট, ২০২২ ৮:০৪ : অপরাহ্ণ 692 Views

বান্দরবান জেলা প্রশাসন এর দুই চৌকস কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে বান্দরবান এর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই সংবর্ধনা প্রদান করেন।স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান,অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ডা.মোঃশেখ ছাদেক,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম এসময় উপস্থিত ছিলেন।এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বিদায়ী দুই কর্মকর্তার প্রতি শুভকামনা জানিয়েছেন।

বিদায়ী দুই কর্মকর্তারা হলেন বান্দরবান জেলা প্রশাসন এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল।জেলা প্রশাসন সুত্রে জানা যায় মো.কায়েসুর রহমান সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মাদারীপুর জেলা’র কালকিনি উপজেলায় যোগদান করবেন।মাসুদুর রহমান রহমান রুবেল সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যাস্ত হয়েছেন।

বিসিএস (প্রশাসন) ৩৭ ব্যাচ এর এই দুই মেধাবী কর্মকর্তা দীর্ঘদিন বান্দরবান জেলা প্রশাসন কার্যালয়ে সুনামের সাথে কর্মরত ছিলেন।তন্মধ্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর গোপনীয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা মো.কায়েসুর রহমান রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) হিসেবেও দায়িত্ব পালন করেন।এসময় তিনি জেলা প্রশাসন এর সাথে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের একটি গভীর ভ্রাতৃত্বপূর্ন সম্পর্ক তৈরিতে নেপথ্য ভুমিকা পালন করেন।

এছাড়াও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর বেশকিছু জনবান্ধব সিদ্ধান্ত মাঠ পর্যায়ে দক্ষতার সাথে সফল বাস্তবায়নে তিনি অনবদ্য ভূমিকা পালন করেন।প্রায় ৪০ মাস এর কর্মস্থল বান্দরবান জেলা ত্যাগের দুইদিন আগে বান্দরবান জেলার প্রতি তাঁর স্মৃতি বিজড়িত নানা ঘটনা তুলে ধরে ফেসবুকে বার্তা দিয়েছেন।ভালোবাসার আবেগঘন এই বিশেষ বার্তা মন ছুঁয়েছে বান্দরবানের সর্বস্তরের মানুষের।

প্রসঙ্গত,সহকারী কমিশনার মো.কায়েসুর রহমান সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ৩০ তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সে সারাদেশে ১ম স্থান অর্জন করেন।বুয়েটের মেধাবী শিক্ষার্থী মো.কায়েসুর রহমান নারায়ণগঞ্জ জেলার একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।ছাত্রজীবনে তিনি বুয়েট এর মেটারিয়াল এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর মেধাবী শিক্ষার্থী ছিলেন।কর্মজীবনে খুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর লেকচারার হিসেবে কর্মরত ছিলেন।পরে ৩৭তম বিসিএস (প্রশাসন) এ তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।অন্য দিকে একইদিন বিদায় সংবর্ধনায় ভূষিত ৩৭ ব্যাচ এর আরেক কর্মকর্তা সহকারী কমিশনার মাসুদুর রহমান রুবেল দীর্ঘদিন বান্দরবান জেলা প্রশাসন এর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।এছাড়াও জেলা প্রশাসন এর নেজারত শাখায় জনগণের সেবা নিশ্চিত করতে সবসময় সক্রিয় থাকা এই কর্মকর্তার তৎপরতা ছিলো লক্ষনীয় এবং প্রশংসিত।

উল্লেখ্য,বান্দরবান জেলা প্রশাসন এর আরও এক কর্মকর্তা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সিলেট বিভাগে ন্যাস্ত হয়েছেন।তিনিও ৩৭ ব্যাচ এর কর্মকর্তা ছিলেন এবং তিনি জেলা প্রশাসন এর বেশ কয়েকটি শাখায় দায়িত্ব পালন করেছেন।তিনি বান্দরবান এর জেল সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!