

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান জেলা পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (২৬ মে) সন্ধ্যায় বান্দরবান জেলা পরিষদ অডিটরিয়ামে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বান্দরবানের জেলা পরিষদ চেয়ারম্যান ওস্তাদ ক্য শৈ হ্লা এর এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন (পিএসসি),জেলা পুলিশ সুপার মোঃজাকির হোসেন মজুমদার।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবসার,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃশফিকুর,জেলা আওয়ামীলীগ সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী,বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,পৌর মেয়র মোঃইসলাম বেবী,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,জেলা পরিষদ সদস্য ফিলিপ ত্রিপুরা প্রমুখ।এছাড়াও বান্দরবান ডিজিএফআই, এনএসআই,বান্দরবান ব্রিগেড,বান্দরবান সদর জোন,বান্দরবান জেলা পরিষদ,বান্দরবান জেলা প্রশাসন,জেলা পুলিশ,বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ দলীয় নেতৃবৃন্দ,সুশিল সমাজ এবং গণমাধ্যম এর প্রতিনিধিরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করে।এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের জন্য রমজান মাসটি অত্যান্ত তাৎপর্যপূর্ণ।এই মাসে মানুষের যাতে কোনরকম ভোগান্তি পোহাতে না হয়,সেজন্য সকলকে আন্তরিক হতে হবে।জনসাধারণ যাতে সেহেরি ও ইফতারের সময় বিদ্যুতের অভাবে কষ্ট না পায় সে ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে।