বান্দরবান জেলা তথ্য অফিসের আয়োজনে বান্দরবান সদর এর সূয়ালক ইউনিয়নের ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।সোমবার (১১ সেপ্টেম্বর) বান্দরবান জেলা তথ্য অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২০২৪ অর্থবছরের আওতায় নারী সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে
সমাবেশে বক্তারা বর্তমান সরকার এর সাফল্য তুলে ধরে বলেন,বাংলাদেশ ইতিমধ্যে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে রুপান্তিরত হয়েছে।এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ ও উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নারীদের শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ভূমিকা অপরিসীম।
এছাড়া সমাবেশে বক্তারা ভিশন-২০৪১,মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং,মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস,ডেঙ্গু প্রতিরোধ,গুজব,অপপ্রচার,সাম্প্রদায়িকতা, বাল্যবিবাহ প্রতিরোধ,পরিবেশ সংরক্ষণ,অটিজম ও তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।