স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২৩ যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবান জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ আগস্ট) যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে জেলা তথ্য অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী,যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচাল মো.শহিদুল ইসলাম ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডিপিসি মো.ইকবাল কাওসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বর্ণাঢ্য কর্মময় জীবন এর নানা ঘটনা তুলে ধরেন উপস্থিত অতিথিবৃন্দ।একই সঙ্গে বক্তারা স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ গঠনে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর অবদান এবং দেশ পুনর্গঠনে তাঁর ভূমিকা শ্রদ্ধার সাথে স্বরন করেন।
বক্তারা সোনার বাংলা গঠনে তারঁই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অবদানের কথাও তুল ধরেন।