গণযোগাযোগ অধিদপ্তর এর নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিস,বান্দরবান এর আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩ আগস্ট) জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর প্রশিক্ষণ হলরুমে জেলা তথ্য অফিসার প্রিয়েন্ট সান এর সভাপতিত্বে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক আতিয়া চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দী।সমাবেশে নারীদের সামাজিক নিরাপত্তা,সাইবার নিরাপত্তা,নারীর ক্ষমতায়নে নিশ্চিত করতে সরকারের নানামুখী উদ্যোগ,গুজব ও সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে সমাজে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাগণ তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে সরকারের জেন্ডার-সেন্সিটিভ কার্যক্রমের সফলতা নিয়ে আলোকপাত করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে নিজস্ব অভিমত মহিলা সমাবেশে উপস্থাপন করেন।সমাবেশের শেষ পর্যায়ে উপস্থিত অংশগ্রহণকারীদের সামনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
জেলার বিভিন্ন স্তর এর নারী উদ্যোক্তাগণ এই মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন বলে জেলা জানিয়েছেন বান্দরবান জেলা তথ্য অফিস এর একটি নির্ভরযোগ্য সুত্র।