বান্দরবান জেলার ক্রীড়াঙ্গন অত্যন্ত সমৃদ্ধঃ ইয়াছমিন পারভীন তিবরীজি


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৩ এপ্রিল, ২০২২ ১২:২৯ : অপরাহ্ণ 544 Views

খেলাধুলা আমাদের জীবনের জন্য অপরিহার্য একটি অংশ।লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চা করা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়।খেলাধুলা মানুষের জীবনকে স্বর্ণ শিখরে পৌছে দিতে একটি অনবদ্য ভূমিকা পালন করছে।বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত কারণ বান্দরবান জেলার ক্রীড়াঙ্গন এবং এই জেলার খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে বান্দরবান জেলার ক্রীড়াঙ্গন কে সমৃদ্ধশালী ক্রীড়াঙ্গনে পরিণত করেছে।বান্দরবানে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন কথাই জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় তিনি আরও বলেন,বান্দরবানের খেলোয়াড়রা বিশেষ করে বক্সিং,জুডো,ব্যাডমিন্টন,ভলিবল,ফুটবল,কারাতে এমনকি নৌকা বাইচ এর নারীরা একটি আন্তর্জাতিক নৌকা বাইচ ক্রীড়া প্রতিযোগিতায় রানার্সআপ হয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বান্দরবান জেলার ক্রীড়াঙ্গন সর্বোপরি বান্দরবান জেলার ক্রীড়াঙ্গন কে আলোকিত করেছে সুতরাং সফলতার এই অগ্রযাত্রার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত এবং বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই স্কুল ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি আরও বলেন,মাদক থেকে দুরে থেকে সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই।বান্দরবান জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে বান্দরবান জেলার ক্রীড়া উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।ক্রীড়াকে এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়ন করা হচ্ছে।এসময় তিনি যারা বিজয়ী হয়েছে তাদের প্রতি অভিন্দনের পাশাপাশি রানার্সআপ টিমের খেলোয়াড়দের প্রতিও শুভকামনা জানান।খেলাধুলা করতে গিয়ে লেখাপড়ায় ফাঁকি দেয়া যাবেনা উল্লেখ করে তিনি আরও বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাটাও চালিয়ে যেতে হবে।জেলা ক্রীড়া সংস্থা’র সহসভাপতি দীপ্তি কণা বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক মুজিবুর রশীদ,জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য দিলীপ কুমার দাশ,নির্বাহী সদস্য সাচিং প্রু,নির্বাহী সদস্য মো.তাহের টিপু,নির্বাহী সদস্য অচ মং মারমা,ক্রিকেট কোচ রাহুল বিশ্বাস,বান্দরবান কালেক্টরেট স্কুল ও কলেজ এর সহকারী শিক্ষক মো.তৌহিদুল আলমসহ ক্রীড়াবিদ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য,গত ১৫এপ্রিল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২১-২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ৩ উইকেটে বান্দরবান ট্যাকনিক্যাল স্কুল এন্ড কলেজকে পরাজিত করেন।এরফলে জেলা পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পেলো কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন টিমের সদস্য মো.আকিবুল আহসান।খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!