

২০২১-২২ অর্থবছরে খরিপ/-১/২০২২-২৩ মৌসুমে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ এপ্রিল) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,জেলা পরিষদের কৃষি বিষয়ক কনভেনিং কমিটির সদস্য ক্য সা প্রু মার্মা,বান্দরবান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো.রফিকুল ইসলাম,জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এ.এস.এম এম,এম,শাহ্ নেয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। দেশের বর্তমান জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে কৃষি খাতের সার্বিক উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা একান্ত অপরিহার্য।তাঁরই অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এদেশের কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.ওমর ফারুক এর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বান্দরবান সদর উপজেলার ৫টি ইউনিয়নের উপকারভোগী কৃষকরা এসময় উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা মো.ওমর ফারুক জানিয়েছেন,আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা হিসেবে বান্দরবান জেলাজুড়ে ৫ হাজার কৃষকের প্রত্যেককে ৫কেজি উফশী বীজ,২০ কে ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা প্রদান করা হচ্ছে।বান্দরবান সদরে পাঁচশো কৃষক এই সহায়তা পাবেন।একই অনুষ্ঠানে বান্দরবান সদরের ৩০জন চাষীকে লেবুজাতীয় ফসলের পরিচর্যার জন্য সিকেচার,গ্রাফটিং করার জন্য বাডিং নাইফ ও স্প্রে মেশিন বিতরণ করা হয়।