

বান্দরবান এর লামায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,বান্দরবান ইউনিট এর উদ্যোগে সুফল ভোগীদের মাঝে নগদ অর্থ (চেক) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই নগদ অর্থ (চেক) বিতরণ করেন।শনিবার (২৪ সেপ্টেম্বর) লামা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই অর্থ বিতরণ করা হয়।বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি অমল কান্তি দাশ এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম,পরিচালক (সিডি বিভাগ) মো.বেলাল হোসেন,বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোঃরেজা সরওয়ার,উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মো.মোস্তফা জাবেদ কায়সার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট,বান্দরবান ইউনিট এর ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী।বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির সূত্রে জানা যায়,জীবিকায়ন সুফলভোগীদের মাঝে আয়বৃদ্ধি মূলক কাজের অনুকূলে লামা উপজেলার সদর ইউনিয়ন এর ১২৯ জন সুফল ভোগীকে ৩০ হাজার টাকা করে নগদ অর্থ (চেক) বিতরণ করা হয়।ইকোনমিক সিকিউরিটি (ইকোসেক) প্রকল্পের আওতায় এই অর্থ চেক বিতরণ করা হয়।
এদিকে একই দিন মন্ত্রী বীর বাহাদুর বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর অর্থায়নে নবনির্মিত লামা মার্কাজ মসজিদ কমপ্লেক্স ভবন,লামা উপজেলায় মডার্ণ হাই স্কুল ছাত্রাবাস ভবন,৪র্থ শ্রেণি কর্মচারীদের ক্লাব ঘর,ইয়াংছা ফয়েজুল উলুম হামিউচ্ছুনা মাদ্রাসা ভবন,ইয়াংছা রাম মন্দিরে যাতায়াতের আরসিসি রাস্তা ও কক্ষ সম্প্রসারণ এবং গজালিয়া আর্মি ক্যাম্পের সংযোগ রাস্তা সহ বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।