পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন,অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করা হচ্ছে কিনা তা তদারকি করে না বান্দরবান পৌরসভা।একজনকে সন্তুষ্ট করতে গিয়ে শত জনকে কষ্ট দিলে নির্বাচনের সময় ভুক্তভোগীরা ভোট দেবে না।বৃষ্টি হলে জেলা শহরের পানি বের হবার একমাত্র খাল ম্যকছি খাল এর উভয় পাড়ের অধিকাংশই বেদখল হয়ে গেছে।
এর ফলে সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয়।সবাই চায় জলাবদ্ধতা বা বন্যা না হোক।এজন্য কাজ চাইবেন কিন্তু কাজ করতে গেলে আপনারা বাধা দেন।প্রশাসনকে আপনারা সহযোগিতা করুন আমরা কাজ করে দিব।যাতে জলাবদ্ধতা ও বন্যা না হয়।প্রয়োজনে পৌরসভা কে সাজাতে হলে একটি মাস্টার প্ল্যান প্রনয়ন করা হউক।এতে বিশ বছর পর হলেও পৌরবাসী এই মাস্টার প্ল্যান এর সুফল ভোগ করতে পারবে।
শনিবার (৭ অক্টোবর) বান্দরবান পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত সুধী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন মন্ত্রী বীর বাহাদুর।মন্ত্রী বলেন,বান্দরবান এখন সারা দেশের উন্নয়নে রোল মডেল।নবাগত মেয়র সামসুল ইসলামকে এমন সুধী সমাবেশ আয়োজন করায় প্রশংসায় ভাসিয়ে প্রতিটি ওয়ার্ডে এই ধরনের সুধী সমাবেশ আয়োজনের আহবান জানান মন্ত্রী বীর বাহাদুর।তিনি বলেন এতে স্থানীয় জনসাধারন উপকৃত হবে।মেয়র হিসেবে সামসুল ইসলাম এর পৌর বাসীর জন্য কাজ করার যে উদ্যোম এবং মনমানসিকতা দেখতে পাচ্ছি এই প্রচেষ্টা অব্যাহত থাকলে পৌরসভার নাগরিকদের বহু সমস্যার সমাধান হবে।এতে পৌরসভায় সেবার মানও বৃদ্ধি পাবে বলেও তিনি উল্লেখ করেন।
বান্দরবান পৌরসভাধীন বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এলইডি স্ট্রিট লাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মো.সামসুল ইসলাম।এদিন বান্দরবান পৌরসভার বাস্তবায়নে প্রায় ৫ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে পৌরসভার বিভিন্ন সড়ক ও উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর।এদিন এলজিইডি এর ইউ-জি-আই-আই-পি-৩ প্রদত্ত পৌর শহর বর্জ্য ব্যবস্থাপনার কাজে ব্যবহারের জন্য পৌরসভাকে ৪ টি গাড়ি হস্তান্তর ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,বান্দরবান জোনের জোন কমান্ডার লে.কর্নেল মাহমুদুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.শাহ আলম।