

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান উপজাতীয় ঠিকাদার সমিতির সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ভেনাস রিসোর্টের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।বান্দরবান জেলা উপজাতীয় ঠিকাদার সমিতির সভাপতি রাংলাই ম্রো এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,বান্দরবান উপজাতীয় ঠিকাদার সমিতির প্রধান উপদেষ্টা রাজপুত্র চ হ্লা প্রু জিমি প্রমুখ।এসময় প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ঠিকাদার সমিতির সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং জেলার সার্বিক উন্নয়নে সহযোগিতা কামনা করেন।