বান্দরবানে ৭নভেম্বর জাতীয় ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা


প্রকাশের সময় :৭ নভেম্বর, ২০১৮ ৭:১৭ : অপরাহ্ণ 648 Views

বান্দরবান অফিসঃ-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বান্দরবান জেলা শাখার আয়োজনে ৭ নভেম্বর জতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বিকেলে বিএনপির অস্থায়ী কার্যলয়ে এর আয়োজন করা হয়।জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক ওসমান গণি এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজপুত্র সাবেক সাংসদ সাচিং প্রু জেরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ,জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক মুজিবুর রশিদ, জেলা মহিলা দলের আহ্বায়ক নিরুতাজ বেগম নিলু,সাবেক জেলা পরিষদ সদস্য ও জাতীয়তাবাদী তৃণমূল দলের সভাপতি লুসাই মং, বান্দরবান জেলা স্বেচাসেবক দলের বিপ্লবী নেতা মোঃ জাহাঙ্গীর আলম,বান্দরবান পৌর বিএনপির সভাপতি নাসির চৌধুরী, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম,শ্রমিক দলের নেতা মোঃ আবু তাহের,জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ভূইয়া,যুবদও নেতা উমর ফারুক রাশেদ,জেলা যুবদলের আহ্বায়ক আবু বক্কর, জেলা যুবলের সদস্য সচিব মোঃ শাহাদত হোসেন জনি,যুব নেতা মোঃ সোহেল, মুসলিম উদ্দীন,সুয়ালক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দী,ইউপি সদস মোঃ আব্দুস ছবুর সহ বিএনপি’র অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নেতা-কর্মীদের উদ্যোশ্যে বলেন,আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস,এই দিবস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটকে আরো গতিশীল আনতে হবে। সামনে নির্বাচন এই নির্বাচনকে সামনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে। বর্তমান সরকার দেশে সন্ত্রাস,নৈরাজ্য,খুন,গুম,নিরহ জনগনকে আটক করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ বর্তমান কঠিন সময় অতিবাহিত করছে,দেশে গণতন্ত্র বলতে কিছুই নেই,বর্তমান অবৈধ সরকার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগাওে রেখেছে,এর জবাব দেওয়ার সময় এসেছে,তাই এই কর্মী সম্মেলনের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই,আগামী নির্বাচনে আমাদেরকে আরো দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!