

বান্দরবান প্রতিনিধিঃ-বান্দরবানে গণপূর্ত বিভাগের অর্থায়নে ৩ কোটি ৭৬ লাখ টাকা ব্যায়ে ৬ তলা বিশিষ্ট ১টি পুলিশ অফিসার্স মেস নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।গতকাল রবিবার সকালে বান্দরবান সরকারী কলেজ সংলগ্ন জেলা পুলিশদের জন্য অফিসার্স মেস ভিত্তি প্রস্তর স্থাপন করেন,শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শম্পা রানী সাহার সঞ্চালনায় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় আরো উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এম.কামরুজ্জামান,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আ.ন.ম মাজাহারুল ইসলাম,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর,বিশিষ্ট ব্যাবসায়ী অমল কান্তি দাশ প্রমূখ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার,যার ফলে বাংলাদেশের বিভিন্ন স্থানে সরকার শিক্ষা, স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্থা নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং দেশের নিরাপত্তা বাহিনীদের সুরক্ষা ও কাজের গতি বৃদ্ধির লক্ষ্যে নির্মিত হচ্ছে উন্নতমানের অফিস ভবন,অফিসার্স মেস সহ নানা স্থাপনা।