

মোহাম্মদ আলী বান্দরবান জেলা প্রতিনিধি:-
“সবার জন্য টেকসই ও সমৃন্ধ সমাজ” এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সমাজ সেবা বিভাগের আয়োজনে এবং দি লেপ্রসী মিশন ইনটার ন্যাশনাল ও প্রতিবন্ধি কল্যাণ সংস্থা (প্রকস) এর সহযোগিতায় বান্দরবানে ২৬তম আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস ও ১৯তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা পরিষদ চত্তর হতে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় জেলা পরিষদের সভা কক্ষে গিয়ে শেষ হয়।র্যালী শেষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা,প্রতিবন্ধীদের শীত বস্ত্র,সাদা ছড়ি ও ইলেক্ট্রনিক হেয়ারিং এ্যাইড বিতরণ অনুষাঠানের আয়োজন করা হয়। বান্দরবান জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমাজসেবা কনভেনিং কমিটির আহ্বায়ক কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সিভিল সার্জন অংসুই প্রু মারমা,বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রর উপ-পরিচালন সাইফুদ্দীন মোঃহাসান আলী,প্রতিবন্ধি কল্যাণ সংস্থা (প্রকস) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জর্জ ত্রিপুরা,দি লেপ্রসী মিশন ইনটার ন্যাশনাল এর ডিটি ডিএস সম্বয়কারী পি এল বম,সহ সরকারী বেসরকারী কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।সভায় বক্তারা বলেন,সমগ্র বিশ্ব তথা আর্ন্তজাতিকভাবে ৩ ডিসেম্বর প্রতিবন্ধী দিবস পালন করা হয়।আমাদের দেশে ইতিপূর্বে প্রতিবছর এপ্রিল মাসের প্রথম বুধবার জাতীয় প্রতিবদ্ধী দিবস পালন করা হতো।সাম্প্রতিক সময়ে আর্ন্তজাতিক দিবসের সাথে সঙ্গতি রেখে ৩ ডিসেম্বর আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়ে আসছে।বক্তারা আরো বলেন প্রতিবন্ধীদের সক্ষমতা কাজে লাগানোর মাধ্যমেই আমরা ক্ষুধা ও দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারব।বর্তমান সরকারের উন্নয়নের ধারায় সমাজসেবার মাধ্যমে মানুষের দৃষ্ঠি ভঙ্গী অনেক পরিবর্তন হয়েছে।এসময় বক্তারা সমাজ সেবার মাধ্যমে সকলের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।পরে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে প্রতিবন্ধি ব্যাক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয় এবং এক শত জন প্রতিবন্ধি ব্যাক্তিদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও অনষ্ঠানে সমাজ সেবা অধিদপ্তরের আওতায় সম্মন্নিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রির্সোস শিক্ষক সত্যজিৎ মজুমদার,সমাজ সেবা অধিদপ্তরের মার্টিন,পপি,সহ জেলার প্রায় শতাধিক প্রতিবন্ধী উপস্থিত ছিলেন।দৃস্টি প্রতিবন্ধীদের পক্ষ থেকে দৃস্টি প্রতিবন্ধীদ মোঃজাহিদ হোসেন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।