সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-আওয়ামীলীগের ৫জানুয়ারী গণতন্ত্র রক্ষা দিবসে আয়োজিত সমাবেশে হামলার অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলায় বান্দরবানে ২০ দলীয় জোটের ৪৯ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা আদালতে হাজির হলে মামলা আমলে নিয়ে এই রায় দেন বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারী বান্দরবান বাজার পৌর শপিং কমপ্লেক্স এর সামনে থেকে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা আওয়ামীলীগের গণতন্ত্র রক্ষা দিবসের আয়োজিত সমাবেশে হামলা চালায়। এই অভিযোগে বান্দরবান সদর থানার তৎকালীন এসআই প্রবীর চন্দ্র সরকার বাদী হয়ে ঘটনার দুই দিন পর ৭জানুয়ারী ১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৪২৭ ধারায় ৫/১৫ মামলা দায়ের করেন। যার জিআর মামলা নং-৭/১৫।
মামলায় অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ওসমান গণি, জেলা জামায়াত আমীর এসএম আবদুস সালাম আজাদ, বিএনপি নেতা এডভোকেট কাজী মহতুল হোসেন যতœ, মুজিবুর রশিদ, পৌর বিএনপির সভাপতি নাছির চৌধুরী, মোজাম্মেল হক লিটন, স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলম, যুবদল নেতা আবু বক্কর,ছাত্রদল নেতা হাবিবুর রহমান ভুইয়া,আলাউদ্দিন আলো প্রমুখ।