

পাহাড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও শান্তি সম্প্রীতি বজায় রাখতে হেডম্যান কারবারীদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন বান্দরবানের সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক।বুধবার (৬ অক্টোবর) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হেডম্যান সম্মেলনে রিজিয়ন কমান্ডার এই আহ্বান জানান।এ সম্মেলনে বান্দরবানের বোমাং সার্কেলের শতাধিক হেডম্যান উপস্থিত ছিলেন। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বোমাং রাজা উচ প্রু চৌধুরী, বান্দরবান সদর জোনের অধিনায়ক লেঃ কর্নেল আখতার উস সামাদ রাফি, বলী পাড়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল খন্দকার মো: শরীফ উল আলম, নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল শাহ আবদুল আজীজ আহমেদ, আলীকদম জোনের অধিনায়ক লে: কর্ণেল মোঃ মনজুরুল হাসান, রুমা জোনের অধিনায়ক লে: কর্ণেল হাসান শাহরিয়ার ইকবালসহ সেনা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে মৌজা প্রধান হেডম্যানরা তাদের এলাকার ভূমি সমস্যা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।