এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুফিদুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ , সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সহকারী কমিশনার ভূমি নাজমা বিনতে আমিন, সুয়ালক ইউনিয়ন পষিদের ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন প্রমুখ।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের সভাকক্ষে ভূমি বিষয়ে সংশ্লিষ্ট সদর উপজেলার হেডম্যানদের ও কানুন্গুকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রামের বসবাসরত ১১টি ক্ষুদ্রনৃ-গোষ্ঠীদের ওয়ারিশ সনদ ও ভূমি/ সম্পদে মালিক নারী-পুরুষ কে কিভাবে কতটুকু সম্পদের মালিক হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে যার উপর যে কাজের দায়িত্ব আছে তাকে সেই কাজে আন্তিরক ভাবে সেবা প্রদানের মন মানুষিকতা নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।