

বান্দরবানের ওয়াই জংশন সংলগ্ন ১২ মাইল এলাকায় সেনাবাহিনীর একটি মাইক্রোবাস গভীর খাদে পড়ে ১ জন নিহত হয়েছেন।এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ জন।আহত সবাইকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।আজ বুধবার বিকেল অনুমানিক ৫ টার সময় এই দুর্ঘটনা ঘটে।আহতদের মধ্যে ৫ জন সেনাবাহিনীর সদস্য এবং ২ জন বেসামরিক লোক বলে জানা যায়।বান্দরবানের থেকে রুমা যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে।নিহত সেনা সদস্য হলেন সার্জেন্ট মোঃওবাইদূল।আহত সেনা সদস্যরা হলেন সার্জেন্ট মোঃকামাল,কর্পোরাল মোঃফারুক,সৈনিক মোঃআরিফ,সৈনিক আবদুল হালিম।অন্য দিকে বেসামরিক আহতরা হলেন মোঃমাসুদ,মোঃতপন এবং রিটু (গাড়ি চালক)।আহতরা বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।প্রত্যক্ষদর্শীরা জানান,বান্দরবান থেকে সেনাবাহিনীর একটি মাইক্রোবাস গাড়ি রুমা যাবার পথে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় এবং স্থানীয় এলাকাবাসী,সেনা সদস্য এবং ফায়ার ব্রিগেড এর উদ্ধারকারীরা অাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।দুর্ঘটনার পর আহতদের বান্দরবান সদর হাসপাতালে আনা হলে সন্ধ্যা ৭ টায় আহত ব্যাক্তিদের দেখতে সদর হাসপাতালে যান ৬৯ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো.শাহিদুল এমরান এএফডব্লিউসি,পিএসসি।এসময় তিনি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য কাউকে জরুরী ভিত্তিতে চট্টগ্রাম পাঠানোর প্রয়োজন আছে কিনা তা কর্মরত চিকিৎসকদের কাছ থেকে জানতে চান।পরে চিকিৎসকরা আহতদের সার্বিক শারীরিক অবস্থা সম্পর্কে মাননীয় ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো.শাহিদুল এমরান এএফডব্লিউসি,পিএসসি কে অবহিত করেন।এসময় আহতদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নিলেও পরে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাদেরকে হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।এবিষয়ে বান্দরবান সদর থানার ওসি মো:শহিদুল ইসলাম চৌধুরী বলেন,সেনাবাহিনীর সদস্যদের নিয়ে একটি মাইক্রোবাস গাড়ি রুমা যাবার পথে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে গভীর খাদে পড়ে যায়।এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অাহত ৭জন সেনা সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে।