

বান্দরবান অফিসঃ-২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে সাজা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজপুত্র সাচিং প্রু জেরীর নেতৃত্বে বান্দরবান জেলা বিএনপি’র একাংশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় বান্দরবান জেলা শহরে বিক্ষোভ মিছিল করে তারা।এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে এই রায় প্রত্যাহারের দাবিতে শ্লোগান দেন। এতে বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক উসমান গনি, সহ সভাপতি আব্দুল মাবুদ, যুগ্ন সম্পাদক মুজিবুর রশিদ, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম,জেলা যুবদল নেতা ওমর ফারুক রাশেদ,পৌর ছাত্রদল সভাপতি আলাউদ্দিন আলো, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক অমিত ভূষন সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।গতকাল বুধবার ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে সাবেক দু’জন মন্ত্রীসহ ১৯ জনে ফাঁসির আদেশ দেন আদালত। সেইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়। আর আদালতের এই রায়কে ফরমায়েসী উল্লেখ করে বৃহস্পতিবার থেকে লাগাতার সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।