

নিউজ ডেস্কঃ-একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিতে যাবার আগে বিএনপি মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরীর দোয়া নিলেন আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং। ২৮ নভেম্বর বুধবার সকালে বান্দরবান জেলা শহরের স্থানীয় বৌদ্ধ বিহারে সাচিংপ্রু জেরীকে প্রণাম করেন বীর বাহাদুর।এসময় কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় রাজনীতির দুটি ধারার শীর্ষ দুই নেতা বিএনপি’র প্রার্থী সাচিংপ্রু জেরী ও আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং।
এ সময় কোলাকুলি করে তাঁরা পরষ্পরের প্রতি সৌহার্দপূর্ন সম্পর্কের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশও ঘটান।এসময় উপস্থিত দুই দলের নেতাকর্মীরা বলেন,নির্বাচনে কে জিতবে সেটা জনগণই নির্ধারণ করবে। তবে প্রার্থীদের মধ্যে কোনো ব্যক্তিগত রেষারেষি বা হিংসা-হানাহানির মতো পরিস্থিতি বান্দরবানে তৈরী হবেনা।আইন-শৃঙ্খলার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধাশীল থেকেই সব ধরনের নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন বলেও নেতাকর্মীরা জানান।