বান্দরবানে সমাপ্ত হলো দুইদিনের প্রবারণা উৎসব


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৮ অক্টোবর, ২০২৪ ৯:০৮ : অপরাহ্ণ 39 Views

বান্দরবানে চলছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা পালন উৎসব,উৎসবকে ঘিরে বইছে আনন্দের বন্যা।গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা থেকে বান্দরবানের বিভিন্ন বিহারে বিহারে চলছে মোমবাতি প্রজ্জ্বলন,হাজার প্রদীপ ও ফানুসবাতি উড়ানোর মতো নানা আয়োজন।প্রতিটি বিহারে বিহারে চলছে ধর্মীয় দেশনা।বৌদ্ধ ধর্মাবলম্বীরা ধর্মীয় আনুষ্টানিকতায় এই প্রবারণা উৎসবকে পালন করছে।

উৎসব উপলক্ষে বিকেলে বান্দরবানের পুরাতন রাজবাড়ীর মাঠ থেকে এক বিশাল মনোমুগ্ধকর রথটানা শুরু হয়।এসময় রথে থাকা বুদ্ধমূর্তিকে পূজারীরা মোমবাতি,ধুপকাঠি জ্বালিয়ে প্রণাম নিবেদেনের পাশাপাশি সু:খ শান্তি লাভের আশায় পূজারীরা প্রদান করেছে অর্থ দান।পরে রথ নিয়ে যাওয়া হয় উজানীপাড়া বৌদ্ধ বিহারে।

এদিকে প্রবারণা উৎসবকে ঘিরে বিভিন্ন বৌদ্ধ বিহার থেকে আকাশে উড়ানো হচ্ছে নানা রংয়ের ও ভিন্ন ভিন্ন সাইজের ফানুস বাতি।এসময় অসংখ্য ফানুস বাতির আলোতে আলোকিত হয় রাতের পাহাড়ের আকাশ।একে একে ফানুস উড়তে উড়তে পাহাড়ের পরিবেশ আরো সুন্দর হয়ে ওঠে।তবে বিগত বছরের ন্যায় এবারের প্রবারনায় ছিলোনা জৌলশপূর্ন কোনও আয়োজন।

কয়েকটি ধাপে ধর্মীয় আয়োজন শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় বান্দরবানের সাংগু নদীতে রথ বির্সজনের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মালম্বীদের এই জাঁকজমক ওয়াগ্যোয়াই পোয়ে:(প্রবারণা) উৎসবের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন উৎসব উদযাপন কমিটি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!