

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-“স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই,দেশি ফলের গাছ লাগাই/বৃক্ষরোপণ করে যে,সম্পদশালী হয় সে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে বনজ,ভেষজ ও ফলদ বৃক্ষমেলা’২০১৭।বান্দরবান জেলা প্রশাসন চত্বরে গতকাল বৃহস্পতিবার বিকেলে রঙ্গ বেরঙ্গের বেলুন উড়িয়ে দিয়ে ও লাল ফিতা কেটে সপ্তাহব্যাপী এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।উদ্বোধন শেষে সরকারি বেসরকারি উদ্যোগে মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।পরে মেলা প্রাঙ্গণ অর্থাৎ জেলা প্রশাসন চত্বরে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোঃমকসুদ চৌধুরী,বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল দাশ,বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোঃআলী হোসেন,বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আক্কাস আহমেদ প্রমুখ।বান্দরবান জেলা প্রশাসন,বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত মেলায় সরকারি-বেসরকারি ও বিভিন্ন ব্যাক্তি মালিকানাধীন নার্সারীর সমন্বয়ে বনজ,ফলজ ও ভেষজ চারার পসরা সাজিয়ে সর্বমোট ৩০টি স্টল অংশগ্রহণ করছে।আগামী ১৬ আগস্ট মেলার আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি ঘোষণা করা হবে।উদ্বোধন পরবর্তী আলোচনা সভা শেষে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি মেলায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।